আমার ক্লাস সেভেন (বাংলা মিডিয়াম) পড়ুয়া ছেলের জন্য একজন ভালো হাউস টিউটর দরকার। শিক্ষকের দায়িত্ব হবে ছাত্রকে জুন-ডিসেম্বর এই সাত মাস সময়ের মধ্যে ইংরেজি ভাষা এতটুকু শেখানো যাতে সে শুদ্ধভাবে ইংরেজি লিখতে ও বলতে পারে। আর হ্যাঁ, সাইফুরস বা এফএম মেথড স্টাইল আমার ভীষণ অপছন্দের। আমি চাই আমার ছেলের ইংরেজি শেখার যাত্রা শুরু হোক গ্রামার দিয়ে। যাই হোক আগ্রহীদের সুবিধার্থে আরও কিছু তথ্য দিচ্ছি।
১। আমার বাসা উত্তরা, ১৩ নং সেক্টর।
২। শিক্ষককে সপ্তাহে ৩/৪ দিন বাসায় এসে পড়াতে হবে।
৩। শিক্ষক ইংরেজিতে অনার্স পড়ুয়া হলে ভালো হয়। ইংলিশ মিডিয়ামের ছাত্র হলেও চলবে। এ দুই ক্রাইটেরিয়ার বাইরেও যদি কেউ কনফিডেন্ট হয়, তাহলে ওয়েলকাম।
৪। মাসিক সম্মানী ৩,০০০/-
৫। আগ্রহীরা মন্তব্যের ঘরে ফোন নাম্বার দিন। সম্ভব হলে আপনার সম্পর্কে দুই কথা লিখুন। যারা ফোন নাম্বার দিতে আগ্রহী নন, তারা ই-মেইল এড্রেস দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


