আকাশে বজ্রের হুঙ্কার তুলে
এসেছিল মহাবীর হারকিউলিস,
পদতলে মরে গেল ঘাস পোকা কতশত-
হিসেব রাখেনি বীর, খোঁজ করে দেখেনি
বজ্রের কোথা ছিল উৎস।
সাজিয়ে রঙের মেলা
রূপসী আফ্রোদিতি
ঝড় তুলে ভেঙ্গে দিল কত কূল-
আদৌ কি জানতো? রংধনু সাতরং
আকাশের পটে কে এঁকেছিল।
যদি আকাশটা অ্যাটলাস ধরে না রাখতো-
বীরেরা আসতো না!
দেবীরা আসতো না!
এমনকি কবিরাও আসতো না!!
কিছুই হতো না।।
আকাশটা ধরে রেখে
হাটুগেড়ে অ্যাটলাস
দেখে যায় জীবনের অর্ঘ।
Endless Sky - Karunesh
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১১ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



