১৯৩: ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে।
১৯৪: চেতনা , ব্যক্তি এবং কাজ যখন একাকার হয়ে যায় . তখনই সে চেতনা বিকশিত হয়, প্রতিষ্ঠিত হয়।
১৯৫:নিজের জীবনাচারে প্রতিফলিত না হলে মৌখিক স্বীকৃতি বা বিশ্বাস অর্থহীন।
১৯৬: প্রচলিত সংস্কার যখন ধর্মাচারের রূপ নেয় তখন ধর্মের গণ্ডি ক্ষূদ্র হয়ে আসে।আর ধর্ম যখন সংস্কৃতিতে রূপান্তরিত হয়, সে তার আপন উদারতা ও উজ্জ্বলতায় প্রস্ফুটিত হয়।
১৯৭: কোনো চেতনা, ধর্ম বা সংস্কৃতি জয়ী হয় তার অর্ন্তনিহিত কল্যানকামিতা , মমতা, উদারতা ও আলোকময়তা দ্বারা, অস্ত্র বা চাপের মুখে নয়।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১০ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




