আমার আমি'র সব রেখেছিস তোর দুহাতে
তোকে নিয়েই সারা সময় আমার আমি'র ব্যস্ত থাকা
কোন্ কথাটি রাখিস তবে? কোন্ কথাটি শুনিস আমার?
কেন আমায় জ্বালাস এতো?
কেন এতো অবাধ্য তুই মাছরাঙাটি?
বল্ না সোনা একটি দণ্ড স্বস্তি আমায় দিবি কবে?
মরলে বড্ড যাই রে বেঁচে। এবার তবে বিষ এনে দে।
কিংবা দেখি চোখের 'পরে তুই খেয়ে মর।
একটুখানি নিজের কাছে আসি ফিরে- নিজের কাছে নিই অবসর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




