দুই গৃহপরিচারিকার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনঃ কতো হিংস্র আমরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গৃহকত্রীর নির্যাতনে আহত দুই শিশু গৃহকর্মী রাজধানীর আজিমপুরের এক পাষন্ড গৃহবধূ বাসার দুই কিশোরী কাজের মেয়ের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে। তাদের শুধু লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়েই ক্ষান্ত হয়নি। ছুরিতে তেল লাগিয়ে তা গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়েছে। গায়ে ঢেলে দিয়েছে ভাতের গরম ফেন। তার নির্যাতনের খবর যাতে ফাঁস হয়ে না পড়ে এজন্য সহোদর ওই দু'গৃহপরিচারিকাকে ঘরে তালা দিয়ে আটকে রেখেছে মাসের পর মাস। গত শুক্রবার দুই মেয়েকে গ্রামের বাড়িতে বেড়াতে নিতে এসে সন্তানদের সারা শরীরে নির্যাতনের দগদগে ক্ষত চিহ্ন দেখে শিউরে উঠেছেন নিঃস্ব অসহায় মা। তাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে কোনো সভ্য মানুষ কারো ওপর এমন নৃশংস নির্যাতন চালাতে পারে, তা কোনোভাবে মানতে পারছিলেন না মা কমলা বেগম।
দুই কিশোরীর শরীরের নির্যাতনের চিহ্ন দেখে অনেকটা আবেগপ্রবণ হয়েই তাদের নিয়ে যায়যায়দিন কার্যালয়ে ছুটে এসেছিলেন ডেমরার কুনিপাড়ার গৃহবধূ আফরোজা আকতার। নির্যাতনের শিকার গৃহপরিচারিকা রেখা (১৫) জানায়, বছর দেড়েক আগে সে ও তার ছোট বোন রেবা (১৩) কাজ নেয় আজিমপুর কলোনির ৪২/১/আই হোল্ডিংয়ের পঞ্চমতলার বাসিন্দা আনোয়ার হোসেনের বাসায়। সেখানে ক’দিন কাজ করার পর রেবাকে পাঠানো হয় আনোয়ার হোসেনের মেয়ে তানিয়া জাবিনের ১৬/এ আজিমপুর কলোনির বাসায়। রেবা জানায়, তরকারিতে ঠিকমতো লবণ দিতে না পারায় তানিয়া তাকে রুটি বানানো বেলুন দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতেও তার রাগ না মিটলে পরে ছুরিতে তেল মাখিয়ে তা চুলায় গরম করে ছ্যাঁকা দেয় রেবার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে। এতে রেবা শয্যাশায়ী হয়ে পড়লে তাকে মায়ের বাসায় রেখে সেখানে কর্মরত রেখাকে নিজের বাসায় নিয়ে যায় তানিয়া।
রেখা জানায়, ওই বাসায় কাজে যোগ দেয়ার পর দু’দিন না যেতেই তানিয়া তার ওপর নির্যাতন শুরু করে। তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তাকে মারধর করতো। এসব কথা যাতে সে কাউকে বলতে না পারে এজন্য তানিয়া কখনো বাড়ির বাইরে গেলে তাকে ঘরে তালা দিয়ে যেতো। রেখার ভাষ্য, মাস দু’য়েক আগে ভাত রান্নার সময় অসাবধানতাবশত ভাতের ফেন হাঁড়ি থেকে উথলে গ্যাসের চুলার ওপর পড়ে। এতে ক্ষেপে যায় তানিয়া। দামি চুলায় ভাতের ফেনের দাগ পড়ে গেছে, এ অজুহাতে রেখাকে বেধড়ক মারধর করে। ক্ষুন্তি গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়। এতেও রাগ না মিটলে গরম ভাতের ফেন বাটিতে নিয়ে তা ঢেলে দেয় রেখার গায়ে। এতে তার কাঁধ থেকে পিঠ পর্যন্ত পুড়ে যায়। রেখা জানিয়েছে, পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ সময় সে চিকিৎসকদের জানায়, অসাবধানতাবশত রেখা নিজেই এ ঘটনা ঘটিয়েছে। রেখার অভিযোগ, সারা শরীরে ব্যান্ডেজ নিয়েই ২০ দিন তাকে বাসার সব কাজকর্ম করতে হয়েছে। এ সময়ও তাকে কয়েক দফা মারধর করা হয়েছে।
রেখার মা কমলা বেগম জানিয়েছেন, তার দুই মেয়েকে বরিশালের বাবুগঞ্জ থানাধীন চাঁদপাশা গ্রামের বাড়ি থেকে বছর দেড়েক আগে তানিয়ার চাচা সরোয়ার মেম্বার ঢাকায় নিয়ে আসেন। কমলার দাবি, তিনি দেড় বছরে কয়েক শতবার ফোন করেছেন। কিন্তু কখনো তাকে মেয়েদের সঙ্গে কথা বলতে দেয়া হয়নি। তানিয়া ও তার মা হোসনে আরা জানিয়েছে, ওরা ভালো আছে। ভালো-মন্দ খাচ্ছে, হাসিখুশি মুখে বাসায় কাজ করছে।
মাইয়্যাগো গ্রামে লইয়্যা গ্যালে কী খাইতে দিমু, এই ডরে হ্যাগো কোনোদিন বাড়িতে লইয়্যা যাই নাই। ভাবছি বড়লোকরা আমার মাইয়্যাগো ভালোই খাওয়াইতাছে। হ্যারা আমার মাইয়্যাগো এইড্যা কী করলো? এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কমলা বেগম। তিনি দাবি করেন, মানুষ নামধারী এসব পিশাচের যেন উপযুক্ত সাজা হয়। দারিদ্র্যের সুযোগ নিয়ে কেউ যাতে বাসার কাজের মেয়েদের ওপর এভাবে নির্যাতন চালাতে না পারে।
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন্যায়ের বিচার হবে একদিন।

ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা।... ...বাকিটুকু পড়ুন
আম্লিগকে স্থায়ীভাবে নিষিদ্ধে আর কোন বাধা নেই

মঈন উদ্দিন ফখর উদ্দিনের ওয়ান-ইলেভেনে সরকারের ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসে। এরপরই পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন
J K and Our liberation war১৯৭১


জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
২০০৪ সালের ২১ শে অগাষ্ঠে গ্রেনেড হামলার কারন হিসাবে বলা হয়েছিল , হাসিনা নাকি ভ্যানেটি ব্যাগে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।