![]()
যেতে দাও গেল যারা
তুমি যেও না আমার বাদলের গান হয়নি সারা
কুটীরে কুটীরে বন্ধ দ্বার
নিভৃত রজনী অন্ধকার
বনের অঞ্চল কাঁপে চঞ্চল
অধীর সমীর তন্দ্রা হারা ।।
দ্বীপ নিবেছে নিভুক নাকো
আঁধারে তব পরশ রাখো
বাজুক কাঁকণ তোমার হাতে
আমার গানের তালের সাথে
যেমন নদীর ছলোছলো জলে ঝরে
ঝর ঝর শ্রাবন ধারা
তুমি যেও না আমার বাদলের গান হয়নি সারা ।।
গেয়েছেন জানা আপু + অারিল্ড ভাইয়া
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯২৫
ধন্যবাদ - কান্ডারি অথর্ব
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




