আমার একটা স্বপ্ন
আমার একটা স্বপ্নে সে শালিক ধরার গল্প শুনায়
শিশির বিন্দু হাতে নিয়ে ভেজা মাঠের ঘাসে হেটে যায়।
ক্লান্ত মনে সুখগুলো খুঁজে ফিরে পেতে চায় ।
ধানের শিসে, মনের জলে, খড়কুটো ঘড় বানায় ।
এক শাপলা বৃষ্টির দিনে মাথায় টোপর দিয়ে আমায় ভেজায় ।
আকাশ ছোয়া স্বপ্ন নিয়ে তার হাত দুটো বাড়িয়ে দেয় ।
রাতের নীল আকাশে, তার এলোমেলো নৃত্য দেখায় ।
তার স্পর্শ এখনো আমায় ভাবায় ।
সাদা কালোর কেনভাসে, রঙের তুলিতে, শাড়ির ভাজে ভাজে,
মৃদু ছন্দে সে আমাকে ভালবাসে ,
ভালবাসার শিহরণ জাগে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





