মেয়ে তোমার নৈসর্গীক হাসি মাখা মুখ আমার মনের অচেনা সুখ ।
আজ তোমায় মিথেয বলবো না, তোমাকে কতটা ভালবাসি ?
কাউকে বলিনা ,বলতেও দিই না , শুধু নিজের মাঝে লুকিয়ে রাখি । যেই কথাটা তুমি এতদিনেও বুঝতে চাওনি তা নিয়ে আনয কেউ কথা বলুক এটা আমি চাইনা ।
তাই আজ আমি তোমার কাছ থেকে অনেক দূরে ।
বন্ধুদের কাছ থেকে অনেক দূরে সরে ।
আর নিজেকে নিজের কাছ থেকে রেখেছি লুকিয়ে ।
কষ্ট্ গুলো নিয়ে আমি আছি বেচেঁ , ভালো আছি তোমার থেকে অনেক বেশি ।
তুমি ভালো থেক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





