অবশেষে ছেলেটির শারীরিক ভাবে মৃত্যু হলো।
এবং বেঁচে গেলো ।
বেকার জীবনের ক্লান্তিকর বোঝা , বাবার গাল-মন্দ, মায়ের গোপন দীর্ঘশ্বাস , ছোট বোনের অবুঝ বায়না, আর প্রেমিকার অবহেলা- সব কিছুর নীল প্রতিক্রিয়ায় প্রতিদিন একবার করে মৃত্যু হতো তার।
এক একটা দিনের শুরু, আর এক একটি মৃত্যু দিবস। প্রতিদিন।
তাই একদিন, ভর জ্যোৎস্নায় চাঁদের রুপালী মায়াবী আলো শরীরে মেখে,দড়ি নিয়ে ঝুলে গেলো আমগাছের শক্ত ডাল থেকে।চিরতরে চলে গেল নশ্বর পৃথিবী ছেড়ে।
এভাবেই সে মুক্তি পেলো পৌনঃপুনিক মৃত্যু থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




