তোমাকে পাবার জন্য,
শত সহস্র ক্রোশ পেরিয়ে, পথের ধূলোকে সাথি করে,
কন্টকময় বন্ধুর পর্বত পেরিয়ে
এসেছি তোমার শহরে, তোমাকে পাবার আশায়।
এসে দেখি সব বদলে গেছে।
শহর বদলেছে, মানুষ বদলেছে,
বদলে গেছে এমনকি শহরের কাকগুলোও।
আর বদলে গেছো তুমি!
একদিন যে শপথ তুমি করেছিলে না বদলানোর,
সেই শপথ দিব্যি ভুলে বদলে গেছো তুমিও।
সব শপথ, সব স্বপ্ন ভুলে অজানাকে সংগী করে,
মহাকালের ধূলোকে সাথে নিয়ে মরীচিকা হয়েছ তুমি।
আর আমি,
মরীচিকা্রুপী তোমাকে পেতে যাত্রা করেছি-
মহাকালের মরুভূমিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




