১.
যদি ও কেবল যদি ভালোবাসো ;
বন্ধু তবে এসো প্রেমের মক্স করি ।
২.
যতোবার তোমার কাছে গেছি ;
ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি ।
৩.
কান্না লুকিয়ে থাকে চারপাশে ...
অবসাদ মনের ।
৪.
কষ্টের সমানুপাতে তোমার স্পর্শ চাই !
৫.
কখনো কেউ একা আসেনা ...
তুমি জড়িয়ে যাবে ।
তুমি গড়িয়ে যাবে ।
৬.
বালিকা
এমন কোন গায়েবি আওয়াজ কি বলে যাবে না ;
তুমি কী হারালে আজ ।
৭.
দুঃখ বদলে আমি সুখ পেতে চাই ।
কিন্তু অসুস্থ চোখে দেখি - ' বিক্রিত দ্রবাদি ফেরতযোগ্য নয় ' ।
৮.
প্রিয়তমা ;
বাতাসে গন্ধ ভাসে তোমার ।
৯.
স্বর্গ থেকে নেমে এসেছে অপ্সরী ।
ধুত্তেরিকা, ধ্যাত্তেরিকা ।
১০.
তোমার আছে অহংকার ;
আর আমার ঘুম ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




