প্রবাসে থাকাকালীন দেশ নিয়ে চিন্তা করতে করতে মাথা যখন বেশ গরম হয়ে উঠে, সেরকম একটা সময়ে হুট করে লেখা কিছু মন্ত্র ... প্রকাশে অনিচ্ছা থাকায় এতদিন লুকিয়ে ছিল ... আজ মনে হল আপনাদের সাথে ভাবের বিনিময় করি। যদিও আমি ব্যক্তিগতভাবে আমাকে এবং তথাকথিত আতেলদের (যারা বাকপটু, তবে কর্মে লবডঙ্কা) অপছন্দ করি।
বাংলাদেশে অনেক কিশোর কিশোরী আছে ... যারা সুন্দরের স্বপ্ন দেখে ... যারা কর্মঠ, সাহসী, ত্যাগী, উন্নত মানসিক চরিত্রের অধিকারী। আছে সম্ভাবনাময় অনেক দেশজ সন্তান ... যারা সুযোগ পেলেই আলোকিত মানুষে পরিণত হবে। আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের গড়তে হবে দক্ষ শ্রমিক। সুস্থ সামাজিক ও রাজনৈতিক চেতনার মানুষ। গ্রহন করতে হবে ভাল (যা কিছু আপনার ও অন্যদের জন্য কল্যাণকর) আর বর্জন করতে হবে মন্দ (যা কিছু আপনার ও অন্যদের জন্য ক্ষতিকর)। আসুন নিজেদের মধ্যে বিশ্বাসটাকে জাগিয়ে তুলি। অন্ধকারের গল্প আর কত করবো ?
বাংলাদেশ বা দেশের মানুষ নিয়ে আলাপে ... কী কী পরিতাজ্য হবে :
প্রথমত: 'আমরা দুর্বল জাতি' ... 'আমাদের দ্বারা কিছু হবে নাকো' ... 'দেশে কেউ আইন কানুন মানে না' ... 'পারবে না কেউ ... বুইছেন' ... 'দেশের মানুষ গুলো ফালতু সব' ... 'আমাদের চেয়ে এরা ( প্রবাসীরা যে যে দেশে থাকে সেই দেশ ও তাদের মানুষ ) কত ভালো ... আইন মানছে ... দুর্নীতি নাই ... সভ্য এরা অনেক ... আমাদের মতো না বুঝলেন' ... এসব বলা ছাড়তে হবে ... ধানাই পানাই ছাড়ি ... কী বলেন সবে ???
দ্বিতীয়ত: 'কুশিক্ষা ছাড়া আর কী আছে দেশে' ... 'না না কিচ্ছু নেই' ... 'সন্ত্রাস আর রাহাজানি' ... 'বাজারে সব কিছুর চড়া মুল্য' ... 'সব জায়গায় ঘুষ আর দুর্নীতি' ... 'কিচ্ছু হবে না ভাই' ... এসব না বলে ভাবতে হবে কী করা যায় ... কিছু বাঙালি নিস্ক্রিয় থাকুক ভালো ... তবে যেন ঋণাত্মক চিন্তা না করে ... যারা ভালো চিন্তা করছে ... তাদের মনে যেন হতাশা না আসে |
তৃতীয়ত: 'দেশে কিছুই করার উপায় নাই ভাই ... সব জোচ্চর ... কোনো মনুষ্যত্ব নাই ... বিবেক নাই কারো' ... এসব বলা আর ভাবার আগে ... নিজের গভীরে তাকাতে হবে ... নিজেরই লজ্জা পেতে হবে ... দেশের সম্পদ কে নিজের ভেবে আগলে রাখতে হবে ... মিথ্যে দলাদলিতে লিপ্ত হয়ে দেশজ সম্পদের বিনাশ বন্ধ করি ... একতা বাড়ায় ... ব্যক্তিকেন্দ্রিক চিন্তাকে হ্রাস করতে হবে ... আর ভালো কিছু করতে ও অন্যকে ভালো কাজে উৎসাহ দিতে হবে ... ভালো কিছু হবেই শুধু এটাই বিশ্বাস করে যেতে হবে |
চতুর্থত: বাল ছাল না ভেবে ... দেশে শুধু টাকা না পাঠিয়ে (প্রবাসীদের প্রতি) ... দেশে সুশিক্ষার বিস্তার ... (ন্যূনত্ব শিক্ষাও অনেকে পাচ্ছে না ... তার জন্য নিজের সাধ্যমত সুযোগ সৃষ্টি করতে হবে) ... জনসচেতনতা বাড়াতে হবে ... সুস্থ গণতন্ত্র ... দেশে বিজ্ঞান আর প্রযুক্তির প্রসার ও ব্যবহার ... কীভাবে করা যায় ... প্রচেষ্টা যত ক্ষুদ্রই হোক ... তার চেষ্টা করে যেতে হবে | অন্যের সাধারণ ও ছোট প্রচেষ্টাকে ব্যঙ্গ না করি ... ব্যাঙ্গাত্মক মন্তব্য ও হুদা কথা নিষ্প্রয়োজন |
পঞ্চমত: নিজের ও সমাজের মধ্যে থেকে অপসংস্কৃতি দূর করতে হবে ... নিজের কৃষ্টি ও সংস্কৃতিকে না ভুলে ... না জেনে অন্য সংস্কৃতি কে বরণ করার মহত্ব না দেখায় ... চিন্তায় ও চেতনায় নিজেদের জয়গান গাই ... দীর্ঘদিনের বংশানুক্রমিক গোলামী পনা ছুড়ে ফেলে দিতে হবে ... ধার্মিক দের নিজ নিজ ধর্মের ভালো দিকগুলো মেনে চলতে হবে ... কুশিক্ষা ও সংকীর্ণতাকে গুম করে দিতে হবে ... মানুষের মতো মানুষ হতে হবে |
উপরিউল্লেখিত মন্ত্র ও তন্ত্র সমস্ত বাংলাদেশীদের মেনে চলাটা জরুরি ... আপনাদের সহমত চাই ... নিজের মধ্যে মানবিকতা ও পরিপুষ্ট জ্ঞান কে জাগান ... আপনারাও নিজের মন্ত্র জপে বদলে যান ... নিজের মহত্বকে ছড়িয়ে দিন। হাজার হাজার বাংলাদেশী জেগে উঠছে ... সবলরা সাহায্য করুন দুর্বলদের। দেশের প্রতিনিধিত্বকারী কৃষক শ্রেনীকে ভালোভাবে বাঁচতে সাহায্য করুন | গ্রামে গেলে দেখা যায় ... শহরের অলি গলিতে দেখা যায় ... শহুরে শিক্ষিত মানুষদের বাঁচিয়ে রেখেছে আমাদের কোন কৃষক ও শ্রমিক ভাই তার অক্লান্ত পরিশ্রমে। আসুন এদের সাহায্য করি। হিন্দি সংস্কৃতি আমাদের গোল্লায় নিয়েছে ... আর পশ্চিমা অপসংস্কৃতি সেথায় রসের জোগান দিচ্ছে। আসুন বদলায়। বাংলাদেশে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক শ্রেণীবিন্যাস চোখে পড়ে ... আসুন এসব দূর করি। শিক্ষার প্রতি অনাগ্রহ দূর করি। নিজের পিঠ বাঁচিয়ে মড়ার লোভ ত্যাগ করে আসুন পদে পদে হোঁচট খায়। নিজেদের লজ্জা গুলি বুঝতে চেষ্টা করি ... আমরা নিজেদের নিয়েই বিভ্রান্ত ... নিজেকে পাল্টায় ... হতাশার কিছু নাই । আমরা জিতবোই ... পারবোই ... এই বিশ্বাস আমার মনে ... তবে একা কেন পথ চলা ???
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




