
প্রতিকুল প্রেমের ধারাবিবরণ
..........
গোল চাচ্ছে দুই পোস্টে, গোলকর্তা গৃহপরিজন
খেলছে অখেলুরে, পায়ে পায়ে করে যাচ্ছে বলের শাসন।
এইবার হয়তো বা রাজি হবে বাবা,
ওই পারে যদি হয় প্রেমিকার মা!
কিন্তু না,
রাজি রাজি হতে হতে নারাজ প্রহরে
যুগার্ধ কেটে যায়! মিলে না গোলের দেখা।
পাদুটো কংকরে কাটে, রক্ত ঝরে বুক থেকে, থেকে থেকে ভেসে যায়
ক্ষেত্র লোণাজলে।
জীবনই যে অজানা ফাউলে ভরা...।
তারপর ওরা দুইজন অগ্নিমূর্ত হয়ে -পায়ে পায়ে বল নিয়ে প্রতিপক্ষে মারে,
গোলে গোলে পাহাড় হয় দূরান্তের গোলপোস্টগুলো।
হেরে যায় প্রতিপক্ষের নারাজ যাঁহারা!:
মাঝখানে ঘেমে যায় দর্শকের প্রেমে ভরা অকৃপণ অসহিষ্ণু বুক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



