
কবি ও মানুষ
..........
দেশে যাঁরা কবি নামে পরিচিতজন
তাঁহারা কি মানুষের সাথে কথা কন?
কবিরাতো ভাষা বুঝে বুঝে পথ চলে,
বাতাসের ফিনফিন মনে মনে বলে
পাখিদের ডাকে ডাকে সাড়া দেন তাঁরা
ফড়িঙের হাতছানি, শাপলার পারা,
সবকিছু বুঝে সুঝে তুলে নেন স্বাদ
এইভাবে প্রকৃতিকে ক'রে অনুবাদ
তারপর ফেরি করে দেশে কি বিদেশে
কবি হয়ে ফিরে যান নিজ পরিবেশে
মানুষের মুখটাকে অনুবাদ করে,
অ্যালবামে রেখে দেন নাম ধরে ধরে
কবিতার খাতা ভরে লিখে যান তিনি
তাইতো এ মানুষেরা তাঁর কাছে ঋণি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



