বাজার কাহিনী••••••••
টাকা পুরে পকেটে, ব্যাগ হাতে আসি প্রতিদিন বাজারে ।
বউ শাসায় ইদানিং
টাকা কোথায় উড়ে, ব্যাগ খালি ফেরে?
কী মতিগতি?
আগুন সবকিছুতে ইতস্তত বলি-------
বে-গুণেরও যতো গুণ আশিতে পা,
আলু না হয় একটু গোল, সবকিছুতে সমান যায়
পটলের কি এতোই স্বাদ ,ভাজি ছাড়া কী হয়?
কিলো পঞ্চাশ!
করলা হলেও তা হয়, রোগীর পথ্য হিসেবে যায়।
সবজিতেও আগুন, পরিবেশ বুঝি এবার রক্ষা পায়।
কী নেব!
কুমড়োয় এলার্জি, ঢেড়শ আশি, বরবটি সেও কি কম যায়!
পেঁয়াজের ঝাঁজে চৈতন্য হারায়, মরিচ সেও তেজে লাফায়
কী করি কী না করি পকেট শুন্য হয়!
মাছেও আগুন, ফায়ার সার্ভিস কর্মীরা তৎপর হয়।
ইলিশ মধ্যবিত্ত বন্ধু ফেলে বড় বাড়ি যায়।
কই মাগুরের স্বাদ ভুলেছি আগেই, রোগীর পেটে যায় শেষ আশায়
মলা ঢেলা টেংরা পুঁটি সেও উর্ধ্বে তাকায়।
বেতনের ভারে লজ্জায় মরি!
দেশী মুরগি ভীষণ শাসায়, খাসি ধাক্কা মারে---
ভীষণ যন্ত্রণা!
বউয়ের ভাই বড় কুটুম অফিসারও বটে, অতিথি এবার
কী করি!
বউ না করেছে আগেই--সিল্ভারকার্প অতিথির বারণ।
কী করি! মানুষ 'স্যার' বলে সালাম দেয়-----
ব্রয়লার নেব? মানুষ কী কয়!
ভাবনায় অস্থিরতা বাড়ে, এদিকে বউয়ের ফোন-
ঠ্যাং মারে!
ঝাটকা ইলিশ হাতে ফিরি শেষে, মাসের ক'দিন
পরে আছে তা ভেবে ভেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



