শুকিয়ে যাওয়া জলের দাগ লুকিয়ে রাখিস,
কান্নার রং কাউকে দেখাতে নাই
না হয় বাকিটা পথ অভিনয় করেই গেলি
কিন্তু, কান্নার উৎস টা কখনো বন্ধ করিস না।
নিরেট সুখ আর বাক্সবন্দী ভালথাকা মানুষকে খুব তাড়াতাড়ি যন্ত্র বানিয়ে দেয়।
বিবেকের তাড়নার কথা নাইবা বললাম;
দুঃখ না পুষলে আবেগ পাবি কোথায়?!
ভালো আছিস, ভালো থাকিস; অন্ততঃ চেষ্টা করতে তো অসুবিধা নাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




