তোর সঙ্গে বুড়ো হতে চেয়েছিলাম!
ইত্তেফাকের আমলের টারজানের পেপার কাটিং, ম্যাকগাইভার, হোমস, আগাথা ক্রিস্টি, সত্যজিৎ, হুমায়ূন সবকিছু জমিয়ে রেখেছিলাম তোর জন্য আবার একসাথে দেখবো বলে... জানিস তো এগুলো কখনো পুরনো হয় না।
তোর সাথে রাত জেগে মুভি দেখবো বলে একটা প্রিয় মুভিও ডিলিট করিনি।
কেন জানি হয় না। ‘লাবণ্য’রা ঠিকই এক সময় ‘কেটি মিত্র’ হয়ে যায় ... নিজেরা জানতেও পারে না...
শিকল জড়ানো পায়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখা কি কস্টের আমি জানি। জানি বলেই তোকে শিকলে আটকে রাখতে চাইনি।
তোর সঙ্গে বেঁচে থাকতে চেয়েছিলাম পাগলী; টিকে থাকতে চাইনি..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




