
কোটিপতিদের ক্লাব জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্রমশ আগ্রহ হারিয়ে যাচ্ছে। শুনেছি ১৯ সালে আবার হবে, রাজাদের ক্লাব নিয়ে আগ্রহ হল আদার ব্যাপারী হয়ে জাহাজী হওয়ার মত বিষয়। শুনেছি জামানতের পরিমান বাড়ানো হচ্ছে, কোটি পতিদের ক্লাবে অল্প টাকার জামনাত নিশ্চয়ই লজ্জার কারন।
সংসদদের সম্পদের হিসাব গত দশ বছরে কত হয়েছে?
নির্বাচনী হলফ নামায় কত দিয়েছিলেন??
এমম কেউ কি আছেন যার সম্পদ ২ গুন চার গুন নয় ১০০ গুন এর কম বেড়েছে?
কেউ দয়াকরে দেখাতে পারবেন?
আলাদিনের চেরাগ এর চেয়ে বেশী কার্যকর আসলে কি আছে উনাদের কাছে? আমাদের বলবেন ফর্মুলাটা কি?
দেশটা অনেক গরীব, দেশের মানুশ অনেক গরীব আমাদেরকে একটু বাতলে দেন।
আমার এলাকার প্রাইমারী স্কুলের পলেস্তারা খসে পড়ছে, রাস্তাটা অনেক বছর ধরে ভাংগা, কৃষক ন্যায্যমূল্য পায়না, জেলের জলা গুলো কারা যেন দখল করে নিয়েছে। থাকার একটা বসতি নাই আমাদের।

সরকারী লোকেদের সম্পদের হিসাব নিবেন না। আইন করে বন্দবস্ত করলেন দুর্নীতির। কয়টাকা বেতন দেন? বউ আর রক্ষিতার নামে সম্পদের হিসাব কে নিবে?
কয়জন আমলার গুলশানে বাড়ি নাই?
কে হিসাব দিবেন? কত টাকা বেতন হলে গুলশানে বাড়ি হয়?
কয় টাকা আপনার বেতন যে পালিত রক্ষিতাকে ফ্লাট গিফট করেন?
বাংলাদেশের দুর্নীতি সবই প্রকাশ্য! দেশটাকে ভোগ করছে গুটি কয়েল লোক আর আমার মত মেরুদণ্ডহীন কিছু লোক চুপ চাপ তামাশা সহ্য করছে।
সেদিন আমাদের মুক্তির আকাঙ্ক্ষা জীবনের মায়ার চেয়ে বড় হবে সেইদিন আমাদের রক্তচোষা তোমাদের লাশের টুকরোর হদিস মিলবেনা।
সেদিন আমাদের মুক্তির আকাঙ্ক্ষা জীবনের মায়ার চেয়ে বড় হবে সেইদিন আমাদের রক্তচোষা তোমাদের লাশের টুকরোর হদিস মিলবেনা।

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৮ ভোর ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




