গনতান্ত্রিক সরকারের দেশ পরিচালনায় জরুরী অবস্থা জারির রেকর্ড করল ডিজিটাল আওয়ামীলীগ গভমেন্ট। চলতি বছরে সারাদেশে ১৪৪ ধারা জারির ঘটনা ঘটেছে শতাধিক। চলতি মাসে ১৪৪ ধারা জারি করা হয়েছে ৩ বার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো এলাকায় ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হচ্ছে।
দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ১৪৪ ধারা হুমকি। বিরোধী পক্ষের রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করতেই ক্ষমতাসীন সরকার এমনটি করছে। নির্বাচিত সরকারের সময়ে এভাবে ১৪৪ ধারার প্রয়োগ গণতন্ত্রকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
প্রায় সব ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিরোধী দল কোনো স্থানে সভা-সমাবেশের আহবান করলে তার দুই-একদিন পরেই ক্ষমতাসীন আওয়ামী লীগ বা তার কোনো অঙ্গ সংগঠন একই স্থানে একটি সমাবেশ ডেকে বসছে। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নাম করে স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করছে। দেশের ইতিহাসে রাজনৈতিকভাবে অপব্যবহারের জন্য এত ঘন ঘন ১৪৪ ধারা জারির ঘটনা এর আগে কখনোই ঘটেনি।
রাজনৈতিক স্বার্থে আইনের এ ধরনের ব্যবহারকে কখনোই সমর্থন
করা যায় না।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এভাবে প্রতিনিয়ত ১৪৪ ধারা জারির মধ্য দিয়ে ক্ষমতাসীন সরকারগুলো এই ধারাটির যেরূপ রাজনৈতিক অপব্যবহার করছে, তা সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে কোনোক্রমেই সহায়ক নয়। রাজনৈতিক স্বার্থে আইনের এ ধরনের ব্যবহারকে কখনোই সমর্থন
করা যায় না।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





