আস্সালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ ।
সকল প্রশংসা এক আল্লাহর যিনি আমাকে লেখার তৌফিক দান করেছেন । অসংখ্য
দুরুদ ও সালাম নবী মোহাম্মদ সা: এর উপর ।
“ব্লগাররা মুরতাদ, নাস্তিক, ধর্মদ্রোহী” ।
ব্লগগুল বন্ধ করতে হবে !!! এদের বিচার করতে হবে !!!
এই কথা যারা বলে তারা কি জ্ঞানপাপি, উগ্রপন্থি, নয় ???
এরা কি অপরাধী নয় ???
কেন তারা সকলের বাক স্বাধীনতার প্রচার মাধ্যম ব্লগের উপর আক্রমাক্তক কথা বলছেন ??? !!!
কোন ব্লগের সকলেই কি মুরতাদ, নাস্তিক, ধর্মদ্রোহী ???
আমি একজন গ্লগার । তাহলে আমিও কি মুরতাদ বা নাস্তিক বা ধর্মদ্রোহী !!!
প্রিয় ব্লগার ও পাঠকগণ দেখুনতো আমার এই ব্লগের লেখা গুলোতে ঐ রকম কোন বিষয়
আছে কি ?
অথবা একটি বাক্যও আছে কি ?
অথবা একটি শব্দ আছে কি ?
আমার ঠিকান- http://www.somewhereinblog.net/blog/sotter (pls click & read)
বর্তমানে ব্লগগুলো বন্ধের অপপ্রচার, চেষ্টা চলছে ।
ইতিমধ্যে সোনার বাংলা ব্লগ, ইউ টিউব বন্ধ করা হয়েছে । কেন ???
সকলের স্বাধীন মতবিনীময়ের উপর আঘাত করা হল কেন ???
এ গুলো কি আপনাদের বাব দাদাদের একার ? যা ইচ্ছা তাই করবেন !!!
হ্যাঁ সকল ব্লগে কিছু কুলাঙ্গার, অসৎ, কুরুচিসম্পন্ন ব্যক্তি থাকতে পারে। তাদের সাইট বন্ধ করে
দিতে পারেন ।
সম্পূর্ণ সাইট বন্ধ হল কেন ??? হবে কেন ???
সকল অন লাইন সাইটের এডমিনদের এ দিকে সজাগ থাকতে হবে, যাতে কেউ কোন তথ্য
প্রমান ছাড়া কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান, কোন দল, কোন দেশ, কোন ধর্ম ……. ইত্যদির
ক্ষেত্রে কোন কটাক্ষ করে প্রচার করতে না পারে ।
যদি করেই ফেলে ভবিষ্যতে না করার নিষেধ করে তার ঐ লেখাটি বাতিল করে দিতে
পারেন ।
নিষেধ না মেনে বার বার প্রচার করলে তার সাইটি বাতিল করতে পারেন ।
পরিশেষে বলি, “হে ব্লগারগণ” আসুন আমরা সম্মিলিত ভাবে সোচ্চার হই, কোন কুচক্রি মহল
যেন, আমাদের স্বাধীন মতবিনিময়ের ব্লগগুলো বন্ধ করতে না পারে ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




