ঢাকার পশ্চিম কেরানিগঞ্জের হযরতপুর এবং হযরত সংলগ্ন কলাতিয়া, আটি, ভাওয়াল, রুহিতপুর, শ্যামপুর, হেমায়েতপুর প্রভৃতি এলকায় সকাল হতে জনগনের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে।
আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ মানুষ আজকের এই হরতালে সমর্থন দিয়ে সব ধরণের ব্যবসা, দোকান-পাট, কল-কারখানা বন্ধ রেখেছে। চলছে না কোন প্রকার যান-বাহন।
সকাল ১১ টায় এই ব্লগার ঘুরে দেখেছেন কিছু গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রিক এলাকা, তার সরেজমিন ছবি দেখুন।
বেলা ১১ টায় হযরত পুর বাজার, ঢাকা শহরে যোগাযোগের জন্য প্রাণকেন্দ্র হযরত পুরে কোন গাড়ি নেই, চলছে না কোন যানবাহন।
অন্যদিকে আওয়ামী ক্যাডাররা পুলিশের ছদ্মভেসে নেমে পড়েছে হরতাল 'প্রতিহত' করার অভিযানে। এই অভিযানে তারা রাজপথে প্রতিপক্ষ যেখানে যাকে পাচ্ছে মারধর করছে এবং গন গ্রেফতার চালিয়ে যাচ্ছে। হযরত পুর থেকে বেলা ১১ টার দিকে ৪ বিএনপি কর্মীকে বিনা উস্কানিতে ধরে নিয়ে গেছে আওয়ামী পুলিশ। গ্রেফতারকৃতদের একজনের পরিচয় পাওয়া গেছে । তার নাম হারুন। সে ছাত্রদলের কর্মী।
এছাড়া কলাতিয়ার আকছাইলে রাস্তার পাশে জমিতে কাজরত আজগর নাম এক শ্রমিককে পিকেটার সাজিয়ে ধরে মারধর করে মারাত্মক ভাবে আহত করেছে পুলিশবেশী আওয়ামী ক্যাডাররা। তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




