বৃষ্টি আর বর্ষা নিয়ে কি অসাধারণ সব গান আমাদের বাংলা ভাষায়....অন্য কোন ভাষায় এমন বৈচিত্রময় রোমান্টিক গান অন্যকোন ভাষায় কি আছে? কবিগুরুর আজি ঝরঝর মুখর বাদল দিনে বা এমনো দিনে তারে বলা যায়...এগুলো তো চিরদিনের গান।।এই মেঘলা দিনে একলা– হেমন্ত মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লার ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়োনা’
অথবা নিয়াজ মোহাম্মদ চৌধুরীর ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ ও সুবীর নন্দীর ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’ – কি অপূর্ব সব সৃষ্টি।
অঞ্জন দত্তের ‘আমি বৃষ্টি দেখেছি’, শ্রীকান্ত আচার্যের ‘বৃষ্টি তোমাকে দিলাম’ সোলসের পার্থ বড়ুয়ার ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’। জীবনের রোমান্টিকতম সময়ের গানগুলি ভাললাগায় তালিকায় শীর্ষে ছিল।
ডিফরেন্ট টাচ ব্যান্ডের ‘শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে’ গানটি ছোটবেলায় কি যে দারুন লাগত । ওয়ারফেজের মিজানের গাওয়া 'বৃষ্টি, কি আনন্দ....স্কুলব্যাগ কাধে নিয়ে শ্রান্ত বর্ষাদিনে কতদিন একা একা ঘুরেছি'.... কত নস্টলজিক প্রায় সময় বন্দি হয়ে আছে গানগুলোর লাইনে লাইনে সুরে সুরে।
নতুন প্রজন্মের তৌসিফের ‘বৃষ্টি ঝরে যায় দু’চোখে গোপনে’ অদিতের ‘আজ এই আকাশ’, হাবিবের ‘ চলো বৃষ্টিতে ভিজি’,গানগুলো কম্পোজিশন আর মেলোডিতে এক কথায় অনবদ্য। বাপ্পার বৃষ্টি পড়ে গানটাতে সম্ভবত একটা লাইন আছে এমন - স্মৃতির বৃক্ষপাতারা জানে মেঘের চাষবাস.. কি অপূর্ব লাইন ! আর অর্থহীনের এপিটাফ তো কথা আর কাব্যে অতুলনীয়...ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে..... তবে কি যুদ্ধে গেলাম, তোমায় হারাতে...? আহা! বৃষ্টিমূখর গানে কি অপূর্ব সব শব্দমালা, শব্দবিন্দু, অথবা বলা যায় শব্দফোটা।
হুমায়ুন আহমেদের লেখা বৃষ্টি অনুরাগে শাওনের অনবদ্য কণ্ঠে ‘যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়’ শ্রোতাকে আবেগ আর রোমান্টিক বিষাদে ডুবিয়ে দেয়। ইংরেজিতে্ও দারুন কিছু গান আছে...uriah heep এর Rain গানটা এরকম 'Rain in my tears.....Measuring carefully my years.....see what u h done to my life….তবু কেন জানি বাংলা গানের মত পরানের গহীনে স্পর্শ করেনা এমন করে ।
প্রিয় বৃষ্টির গান......
১.যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়-শাওন
২.বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান (চলো বৃষ্টিতে ভিজি- হাবিব)
৩. এপিটাফ(বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে) - অর্থহীন
৪. শিরোনামহীনের ‘ভালোবাসা মেঘ’
৫.আমার সারাটা দিন মেঘলা আকাশ,বৃষ্টি তোমাকে দিলাম-শ্রীকান্ত
৬. আজ এই আকাশ – অদিত
৭. আজ এই বৃষ্টির কান্না দেখে-নিয়াজ মোহাম্মদ
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৯