পরীক্ষা শেষ হইল । 'আল্লাহর কসম কিছুই লেখি নাই খাতায় '-পুসপুস এর মুখে এই কথা শুইনা ইচ্ছামত লাগাইলাম কয়টা...এক লম্বরের হারামী । বরাবরই পরীক্ষা দিয়া হা হুতাশ করে অথচ হায়েস্ট নাম্বারটা অর ঝুলিতেই যায় । এইবার সতর্ক কইরা দিলাম । আসলে অর নাম পুষ্প, দেখতেও মাশাল্লাহ পুষ্পের মতই কিন্তু আমাগো লগে তেড়িবেড়ি করার কল্যানে এখন পুসপুস নামেই ভার্সিটিতে পরিচিত । আমাগো পিছে বহুত ঘুরাঘুরি করছে,সরি কইছে, হাবিজাবি ম্যালা কিছু খাওয়াইছে কিন্তু কোন কাম হয় নাই । এহন এমন অবস্থা হইছে নতুন কেউ যদি অর নাম জিগায় সে ফট কইরা কইয়া দেয়-আমার নাম পুসপুস
যাউকগা...আজকের দিনটা ভালা কাটে নাই । একেতো পরীক্ষা দিছি খারাপ তার উপর গুরু আমার কাছ থাইকা 4টাকা হাতাই নিছে । সেই টাকা দিয়া আবার আমারই সামনে চানাচুর কিইনা খাইছে অথচ আমারে দেই নাই । অরে একটা কটঠিন শিক্ষা দিতে হইব
ক্যামনে এই ধরনের বদমাইশরে শিক্ষা দেওন যায়?? কারো কাছে কোন বুদ্ধি আছে??
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৬ ভোর ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




