আজ আমার বন্ধু অনিকের সাথে তুমুল ঝগড়া।
ওর সাথে আমার ঝগড়াগুলার মধ্যে এটায়ই মনে হয় সবচেয়ে বেশী রাগারাগী হয়েছে। আমার কোন দোষ ছিলনা। আজ বিকেলে ক্রিকেট খেলার সময় ঝগড়া শুরু হয়। প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে যখন অনিক স্ট্রাইকে ব্যাট করছে কাদের বল করল প্রথম বলেই অনিক বোল্ড
আম্পায়ার যা দেখাল তাতে ওটা নো বল না। মেজাজটা সেই রকম খারাপ হল
ওর মুখের অবস্থাটা তখন যদি দেখতেন! মনে হল ও কেঁদে ফেলবে ।
অনেক গালাগালি হল। আমি বল নিয়ে চলে আসলাম ।
এখন মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





