হুমায়ুন আহমেদ...
এমন একটি নাম যার সাথে জড়িয়ে আছে কালের অনেকখানি সময়, অনেক সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দময় অনুভূতি্। সাহিত্য থেকে শুরু করে ব্যক্তিত্ত, যেন দৃশ্যপটে শুধু তিনি। তার বেঁচে থাকা, তার মারা যাওয়া সবই এখন অতীত হয়েও প্রকট বর্তমান। তার সম্পর্কে বেশী কিছু বলবনা। তিনি আমাদের যা কিছু দিয়ে গেছেন তা অমূল্য। তাকে ভুলতে পারিনা, ভোলা যায়না। তার এই ৬৪তম জন্মদিনে তাকে জানাতে চাই অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।
স্যার আপনি চলে গিয়েও ঠিকই উজ্জ্বল জ্যোতিষ্ক হয়েই আছেন এবং থাকবেন। তার সৃষ্ট চরিত্র গুলোও অমর হয়ে থাকবে।
আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।
আমার লেখা এই ক্ষুদ্র প্রয়াস টি তাকে উৎসর্গ করলাম..
................"হিমু এবং অন্য আমি"....................
মুস্তাহিদ সালমান
কোথাও কেউ নেই..
শুধু আছি আমি..
একা..
নিঃসঙ্গ একা..
হতে চেয়েছি হিমু..
আজও চাই..
কিন্তু বাস্তবতার কাছে হার মেনে নিরস্ত হই..
উদাস দৃষ্টিতে আকাশ পানে চাই..
আমি আমার আমিতে ডুবে যাই..
এ এক অন্য আমি..
যার পরনে হলুদ পাঞ্জাবী..
নগ্ন পা..
নিচে রূক্ষ পৃথিবী...
তবু সে মহাপুরুষ নয়..
সে নয় কোনো অতিমানব..
সে অতি সাধারণ..
চোখ দুটো তার কালো মেঘে ঢাকা..
বর্ষণের অপেক্ষায়..
আমি মিশে যাই এ বিশ্ব চরাচরে..
এক সত্তার খোজে ঘুরে ফিরি পথে পথে..
তবু পথ হারা পথিকের মত বার বার ফিরে আসি খালি খালি হাতে
আমি হিমু নই..
তবু 'হিমু' হতে চাই..
আমি নিৎসঙ্গ পথিক..
হাটছি অচিন পথে..
কোথাও কেউ নেই..
শুধু আমি একা..
সিঃসঙ্গ একা..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





