আমার জলপাই রংয়ের স্বপ্নগুলো
আজ বর্নিল কষ্টি পাথরের মেতা ঘুমন্ত।
কে করেছে চুরি,ধুলি ঝড়ে উড়ে গেছে
আমার কিশোরী বুনো স্বপ্ন ।
সময় কে দিইনি ছুটি....অথচ
রোজই জীবন খাতায় দেখেছি অনুপস্থিতির লাল ফোঁটা।
আমার যৌবনে নেমেছে শীত-
তৃষ্ণার্ত রৌদ্দুরের অপেক্ষায়--------
মেঘ জমানো কুয়াশায় ভোর দু হাতে সরিয়েছি।
ভালবেসেছিলাম জলের ঢেউ----
আহা হৃদয়ে বেঁজেছিল সে কি যে সুখ,
চোখের পাতা দুটি স্বপ্নে কেপেছিল
আর আমি...................
তোমার মতো করেই হেসেছিলাম।
জীবন অথই সীমাহীন তার আকাশ মেরুতে গাথা।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




