আমার মন নেই
মন ভাল নেই
মন ভাল নেই।
মনের মধ্যে সেই সুখের স্বপ্নটুকু আজ
একমুঠো সোনালী রোদ্দুরের মতো উজ্জলতায় ভরা নেই
আজ আমি একা------
ঐ আকাশটার মতো একা-------।
যখন-----অস্তমিত লাল সূর্য্যটা বাঁশ বাগানের
ভিতর দিয়ে হারিয়ে যায় দিগন্তে,
যখন গোধুলীর ধোয়াচ্ছন্ন তমসা
প্রকৃতির দুয়ারে সন্ধ্যার গুনজরন শোনায়
ঠিক তখনই তুমি নেই--
আমার মন ভাল নেই
মন ভাল নেই
মন ভাল নেই।
আজ আমি অন্ধকারের মতই একলা
বড্ড একাকী একা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




