তুমি কি এখনো স্বপ্ন সাজাও..?
মধ্য রাতে সবাই যখন ঘুমের দেশে,ঠিক তখনই-তোমার বুকের ভাঁজে ভাঁজে নীল চন্দনে বোনা ছোট্ট সুখ পাখীকে একবার আমার আকাশে উড়তে দেবে? যদি সে রাতে পৌষের পূর্নিমায় ভরা জোছনার অনিরুদ্ধ আলো তোমার দোতলার গ্রিল ঘেরা জানালায় কখনো ছুয়ে ছুয়ে যায়, মনে কর আকাশ থেকে খসে পড়া নক্ষত্রটির মতো-----
আমিও আমার ভেজা ভেজা ভালবাসার হলুদ রৌদ্দুরটুকু তোমার অলস দিনের কাছে রেখে গেলাম--। হয়তো তুমি খুজবেনা কখনো আমাকে...?
ও আমার স্বপ্ন মেঘ....
তুমি ও কি আমার মতো স্বপ্ন দেখো---?
তোমার স্বপ্নের কথা বলবে আমাকে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




