আমি সমুদ্র হলে তুমি জলপিপি
তোমার তৃষ্ণার্থ বারবেলায় অসংখ্য ঢেউ..........
আমি হতে চেয়েছি কখনো বালুচর'
তুমি যদি মেঘ হও আমি হব শ্রাবন ধারা।
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি দেব যদি
চাতক হও নিরন্তর।
তুমি অরণ্য হলে,হবো আমি পাখী---
আকাশনীলে স্বপ্ন পালক
বৃকের উষ্ণ কম্পনে রোদের আদর
ডানা ভেজা বুনো চন্দনে তোমার সুগন্ধ।
যদি তুমি সুর হও আমি হব সুরবিতান
কেবলই চাওয়া পবনে পবনে ভেলা
দূর -- সেতো দূ-র----।
আমি সমুদ্র হলে তুমি জলপিপি
তোমার ডানায় আমার স্নিদ্ধ স্রোতের দুরন্ত উচ্ছলতা
তুমি গোধুলী,আমি কুয়াশার ধোয়া।
তুমি নদী আমি শঙ্খচিল
পালকে পালকে শুধ ভালবাসা বোনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




