জন্মদিনের উপহারে কাজ নেই
তার চেয়ে তুমি কাছে বসে গান গেও,
যে দিনগুলি পায়ে পায়ে ফেলে এলে
স্মৃতির মন্থনে তাদের গাঁথতে দিও।
জন্মদিনের সমারোহে ঝাঁঝ নেই
ঝাঁঝ যতটুকু তা আছে বাঁচার সাধে
ছোট্ট জীবনে সুখ নেই ভালবেসে
ছেড়ে যেতে হবে সেই দুঃখে মন কাঁদে।
স্মৃতিভারে ভরিয়ে দাওতো তুমি
বারণ না মেনে আমার জন্মদিনে
সাধ্য কি আছে প্রতিদানে কিছু দেবো
আকন্ঠ আমি নিমগ্ন তব ঋণে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




