দীর্ঘকাল আওয়ামী দুঃশাসনকাল পার করে বাংলাদেশ এখন সংস্কারকাল পার করছে। দেশ সংস্কারের জন্য জুলাই যোদ্ধারা সংস্কারকালের নেতা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসকে নির্ধারণ করেছেন।
সংস্কারকালের সর্বশেষ নতুন আপডেট ঢাকা বিশ্বিবিদ্যালয়ে ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ।
শেখ হাসিনার আমলে এরা প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। এদের হাতে কোরান, হাদিসের বই দেখলেও জালিম হাসিনার পুলিশ গোয়েন্দারা জঙ্গি বলে আটক করে নিয়ে যেতো। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে আসছি ছাত্রী সংস্থার কেউ আটক হলেই তীব্র প্রতিবাদের ঝড় উঠতো। দ্বীন-এর আলোচনার বই কারো হাতে থাকলেই তাকে জঙ্গি বলে আটক করা যাবে না, ঢাকা বিশ্বিবিদ্যালয়ে ছাত্রদের দ্বীনের কাজকর্মে বাধা দেয়া হয়। কারণ হাসিনা ইসলামের শত্রু। যাক, সেসব দিনের অবসান হয়েছে। এখন ছাত্রী সংস্থার বোনেরা উন্মুক্ত রাজনীতি করতে পারবেন দেখে ভালো লাগছে। তাদের জন্য শুভ কামনা।
দু’দিন আগে নিরাপরাধ রাজাকার মুক্ত হয়েছে। দীর্ঘদিন তিনি জালিম হাসিনার জেলখানায় বন্দি ছিলেন। মুক্ত হয়ে তিনি ২৪-এর যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন। ব্যাপারটা ভালো লাগছে। ইউনুস; সংস্কারকর্তা ডক্টর মুহাম্মদ ইউনুসও সেদিন বেশ হাসিখুশি মুডে ছিলেন। বাংলাদেশে নাকি বেশির ভাগ মানুষের জন্মদিন ১লা জানুয়ারি। এই নিয়ে তিনি হাসি মশকরা করে দিন পার করেছেন আলহামদুল্লিলাহ।
তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা আজহারের মুক্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন আর সাথে আফসোস করে বলেছেন হাসিনার জুলুমে হারিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত রাজাকার সাকা চৌধুরী বা দেলোয়ার সাঈদী তারাও হয়তো ফিরে আসতে পারতেন কিন্তু আফসোস সে সুযোগ এখন নাই।
যাই হোক, সংস্কারকালের এটাই প্লাস পয়েন্ট। হাসিনার আমলে কেউ এভাবে রাজাকারের জন্য আফসোস করলে তাকে জেলে যেতে হতো।
সংস্কারকালের বিভিন্ন সংস্কারের তথ্য আরো আপডেট হতে থাকবে ইনশাল্লাহ
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


