ভুল অপারেশন করে বিনপি আজ দেশে হৈচৈ ফেলে দিলো।
৫ আগস্টের পর থেকে প্রত্যেকদিন দেশে কোন না কোন ঘটনা ঘটেই চলছে। সবচেয়ে ঘটেছে চাঁদাবাজি, দখল , নারী হেনস্থা, ধর্ষণ।
এসব ঘটনার পর অনেকেই বেশ প্রতিবাদ করেছেন। ইউনূসের আন্ডাবাচ্চা এনসিপি ও টুকটাক প্রতিবাদের নাটক করেছে। তবে মহান ইউনুস সরকার কোন কিছুতেই গা করে নি। বরং লরিয়েট ডক্টর মুহম্মদ ইউনুস বলেছেন দেশে শান্তি শৃঙ্খলা স্বাধীনতার পর সবচেয়ে ভালো আছে। শধু নেগেটিভ খবর প্রচার হচ্ছে বেশি। যদিও সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে ৯ তারিখে। কোন পত্রিকা নিউজ হয়নি। ঘটনা সবার সামনে এসেছে ৪৮ ঘন্টা পরে।
যাই হোক এতোদিন যারা হত্যার শিকার হয়েছে তারা বেশির ভাগ ছিল আওয়ামীলীগের ডেভিল। তাদের মারা যাওয়াতে কারো মনে কোন প্রভাব পড়েনি। একমাত্র অবলা তোফাজ্জ্ল হত্যার ঘটনায় মানুষ একটু আবেগী হয়েছিল। আওয়ামীলীগ হলেও সে ছিল একমাত্র মানুষ। তাকে অমন করে মারা উচিত হয় নি।
বাকি হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা বেশির ভাগ বিএনপির কর্মী। তারা যেহেতু ১৭ বছর লীগের হাতে বুঙ্গা বুঙ্গা খেয়েছে , তাই তারা এখন লীগকে বুঙ্গা বুঙ্গা মারবে ইউনূসের ভাষায় সেটাই স্বাভাবিক।
দেশে এতো হত্যাকাণ্ডের পরও মানুষের মনে কোন প্রভাব পড়লো না কিন্তু গতকাল কি হলো সারাদেশে মানবতা জাগ্রত হয়ে উঠলো।
কারন মারা গেছে সে লীগের কেউ নয়। সে বিএনপির কর্মী ছিল কিন্তু দিনশেষে সে একজন মানুষ। বিএনপি এতদিন খুন খারাবি করেছে ঠিক আছে কিন্তু একজন মানুষ মেরে ভুল করে ফেলেছে। ফলে ইউনূসের আন্ডাবাচ্চা সুযোগ পেয়ে গেছে। তারা আজ বিএনপিকে হত্যাকারী দল বলা শুরু করেছে। মানুষ না মেরে সেইম জায়গায় পাথর মেরে হোক আর আগুনে পুড়িয়ে হোক সে লীগের হলে কোন সমস্যায় ছিল না। দশে আজ এতো হৈচৈ হতো না।
বিএনপিকে ভুল করা চলবে না।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


