কালকে হঠাৎ করেই মাথায় একটা প্রশ্ন এলো আচ্ছা, মাইকেল জ্যাকসন মুসলমান হলে আমার কি লাভ।
হাশরের ময়দানে বিচার শেষে বেহেস্ত তথা অনন্ত জীবন লাভ করতে হলে আমার নিজেকেই নেকি কামাই করতে হবে । এমন না যে মাইকেল মুসলমান হলে তার ভক্ত বলে তার নেকীর কিছু আমি পাবো বা বেহেস্তে তার ঝাকানাকা গান শুনতে পাবো দুনিয়ার মত।
তাহলে মাইকেলের মুসলমান হওয়ার খবরে আমি পুলকিত হই কেন ?
আমরা কি মুসলামন হিসেবে হীনমন্যতায় ভুগি যে বড় কোন বিশ্ব বরণ্যে তারকা ইসলামের ছায়াতলে এলে আমাদের মর্যাদা বৃদ্ধি পায় , বিশ্বকে আমাদের জাত চেনাতে সুবিধে হয়। যার জন্য গুজব ছড়িয়ে হলেও বিভিন্ন তারকাদের মুসলমান বানিয়ে মানসিক শান্তনা লাভ করতে হয়।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


