
ইতিহাসের একটু পেছন ফিরে তাকালেই আমরা দেখতে পাই রাজনীতিতে খুন খারাবা একদম ডালভাত। সেসব কথা মনে করলে এখন দুই একটা খুন খারাবি বিচ্ছিন্ন ঘটনা মাত্র।
আগে ছিল রাজতন্ত্র রাজনীতি ছিল একমাত্রিক। বাপের পছন্দমত পোলা হবে পরবর্তী রাজা। কিন্তু যতদিন বাপ্ বেঁচে আছে ততোদিন কেউ চেয়ারের প্রতি লোভ দেখতে পারবে না। কেবলমাত্র বাপের পরেই তার পছন্দের পোলা রাজা হবে। কিন্তু বাপ্ বেঁচে থাকতে কেউ যদি চেয়ারের প্রতি নজর দেয় তাইলে বাপই তার প্রতিদ্বন্দ্বী পোলারে কল্লা কাটার অর্ডার দিয়ে দিতেন। আবার এক ঘরে একাধিক উপযুক্ত পোলা থাকলেও সমস্যা। ভাই হয়ে ভাইয়ের কল্লা কাটা কোনো ব্যাপারই ছিল না।
মুসলমানদের ইতিহাসে অটোমান সাম্রাজ্য ছিল সবচেয়ে সুসংগঠিত । অটোমান সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্য, যা তিনটি মহাদেশে ( এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা ) তার প্রভাব বিস্তার করেছিল। কিন্তু এইসব গৌরব অর্জনের পিছে শত্রুদের দমনের কথা বাদ দিলে নিজেদের মধ্যে কি পরিমাণ বলিদান করতে হয়েছে তার ইয়াত্তা নাই।
আর এখন রাজনীতি হল গণতন্ত্র। বহুমাত্রিক ব্যাপার স্যাপার। কেউ যে কার দুশমন তার ঠিক ঠিকানা নাই। রাজতন্ত্রের আমলে আইন সেরকম ছিল না তাই কল্লা কাটা ছিল ডালভাত। এখন আইন একটু বেশি কড়া হয়েছে না হলে এখন রাস্তা ঘাটে কল্লার ছড়াছড়ি যেত।
এখনকার যুগে যারা এরকম কিলিং টিলিং করে তারা আসলে সেই পুরানো রাজা বাদশার আমলের বংশধর হবে। আজও তারা সেই ধারা বজায়ে রাখতে চায় আরকি।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






