জমিনের ছাদ ভেঙে রাত নেমে এলে;
বিরহ যাতনা সব হাত নেড়ে ডাকে।
কুহুকের গান আসে জানালার ফাঁকে।
ধরা কভু যায় নাকো সুর খালি মেলে।
হাসি হাসি মুখে আজ বিষাদেরা খেলে।
যার আছে শত কিছু দেই আরো তাকে।
জল খুঁজে অসহায় পিপাসার কাকে।
অবহেলা বেড়ে যায় সহজে'তে পেলে।
যতদিনে জ্ঞান ফেরে ততদিনে হায়!
বিরহ যাতনা ঘুচে আলো আসে ঘরে।
প্রদীপের ধোঁয়া উড়ে গগণেতে যায়।
বহুকাল আগে যারা চলে গেছে ছেড়ে।
ফিরে এসে আজ তারা থেকে যেতে চায়।
পাথুরিয়া মন তারে তবু ক্ষমা করে।
বিরহ যাতনা [] শ্রাবণ আহমেদ
চতুর্দশপদী কাব্য [] ০৫ আগষ্ট ২০২৫
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


