যৌবনের অবসানে বয়সের ভারে,
শমনের দেখা পাবে সহসা দুয়ারে।
সোনাদানা টাকাকড়ি
জগতের বাহাদুরি সবি রবে পড়ে।
চলে গেলে চিরতরে
পৃথিবীর মায়া ছেড়ে,
যেতে হবে খালি হাতে একেলা কবরে।
তবে কেন বাড়াবাড়ি?
খু*নাখু*নি মা*রামা*রি!
হিসেবের খাতাখানি পাপে গেছে ভরে।
ঠাঁই হবে ঘনকালো আঁধারিয়া ঘরে।
.
অবসান
শ্রাবণ আহমেদ

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৫ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


