স্বপ্ন
----------
স্বপ্নগুলো চড়িয়ে দিয়ে ছিলাম,
হারিয়ে যেতে নয়, কিন্তু
তারা সুযোগের হাতছাড়া করে নি
সময়ের স্রোতের খেয়া চড়ে
পাড়ি জমিয়েছে
দূরে, নতুন ঠিকানায় ৷
স্বপ্ন গুলো আমার সাজানো ছিল
যেমন করে তুমি চেয়েছিলে
তারপর বিপরীত স্রোতকে
সামলে নিয়ে, সাজিয়ে ছিলাম
যেমন করে তুমি চেয়েছিলে ৷
স্বপ্নগুলো ঘুরে ফিরে, চেনা আকাশে উড়ে
ক্লান্ত হয়ে ফিরে চলে
চেনা জগৎটা তার আপন নয়,
স্বপ্ন গুলো উড়ে
যেমন নাটাই হাতে উড়ায় ঘুড়ি
মুক্ত আকাশ, কিন্তু স্বাধীন নয় তুমি ৷৷
#srabon

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




