প্রিয় নগরের অথর্ব অভিভাবক রক্ষা করতে পারলো না আমার ম্যাচবাড়ির কক্ষটি
চার হাজারের ভাড় ঝাপ দিয়ে উঠলো ৬ হাজারে-
“থাকলে থাকো, না থাকলো চলে যাও।” তিন বাসিন্দার দুজনই অক্ষম
তারপর যা হওয়ার তাই হলো-
ম্যাচের বারান্দাটি আমার খুব প্রিয় ছিলো
সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন পুরো ম্যাচবাড়ির বারান্দাটি আমার হয়ে যায়।
পঞ্চাশ, এক’শ বা পাঁচশ বার ঘোরান দেই। কোন কোন পুরো রাত সঙ্গী হয়-
মাঝে মাঝে দুএকটি জানালা আলো হঠাৎ জ্বলে উঠে, আবার বাতি নিভে যায়।
শহরের লালবাতি সূর্যের আভায় বিকোরিত হয়, তারপর পূর্বাকাশের সূর্য মেলায় আলো-
হাটা শেষ হয় না। সঙ্গী আমার এ এ বারান্দাতে হাটার অধিকার আমার নেই।
রাতভর ঘুমের ন্যায় টাকাও আমার দুস্পাপ্য,অধিকারহীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




