আমাদের নয়ডা শহরে একটা বাঙালী দোকান মিষ্টির দোকান আছে। নাম মিষ্টিমুখ। ওখানে আবার বাংলা খবরের কাগজও পাওয়া যায়। এছাড়া আছে বাঙালীদের তৈরী নয়ডা কালীবাড়ি। ওখানেও গেছিলাম একদিন। দেখি সবাই বাংলায় কথা বলছে। দারোয়ান থেকে পুরোহিত পর্যন্ত্য সবাই। দুর্গাপুজার সময় ওখানে খুব বড় করে উৎসব হয়। আমাদের অফিসে অবশ্য বঙ্গসন্তান কেউ নেই। নয়ডায় বাঙালী যতই থাক তবু দুধের সাধ কি আর ঘোলে মেটে? আমাদের হলদিয়া শহরকে বড্ড মিস করি।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৮ সকাল ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




