এটা একটা বিখ্যাত ও জনপ্রিয় প্রভাতী সঙ্গীত। এই গানটা কার লেখা সেটা বলতে পারব না। খুব সম্ভবতঃ দ্বিজেন্দ্রলাল রায়ের। সঠিক জানা নেই। গানটা অনেকবার শুনেছি। পশ্চিমবঙ্গের বাঙলা ছায়াছবির পরিচালক তরুন মজুমদার তার বিখ্যাত পারিবারিক কমেডি "দাদার কীর্তি" ছায়াছবিতেও এই গানটা এনেছেন। গানের বাণী (লিরিক্স) টা দিলাম। এটা আমার খুব পছন্দের গানগুলোর মধ্যে একটা।
কেউ এর লেখকের সন্ধান জানা থাকলে আমাকেও জানাবেন।
গানটা শুনুন এখানে
Click This Link
-----------
এসো প্রাণভরণ দৈনহরণ হে ৷
বিশ্ব ভূপ পরম স্মরণ হে৷
জ্যোতিপূর্ন করহে গগন৷
সুধা গন্ধে ভর হে পবন৷
গড় চিত্তভবন শান্তি সদন দুঃখ বিঘ্ন তরন হে৷
তব কৃপাকরুনার কণিকা কর হে দান৷
অন্তর হোক অক্ষয় সুখে চিরসম্পদ বান৷
প্রেম সিন্ধু হৃদয়ানন্দে৷
চলুক বহিয়া ছন্দে ছন্দে৷
হোক জীবন ধন্য এসো অনন্য বাড়াও শান্ত চরণ হে৷
----------
সবাই ভাল থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




