ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড়রা কি সত্যিই আছে?
কথায় বলে গল্পের গরু গাছে ওঠে ৷ সাহিত্যে বিশেষত রূপকথায় অনেক কাল্পনিক প্রানী, ঘটনা ইত্যাদি দেখা যায়৷ কবিরা কল্পনাপ্রবন। তারা বোধহয় অমাবশ্যার রাতেও পূর্ণিমার চাঁদ দেখতে পারেন ৷ যতসব গালগল্প ৷ তাই তাদের কথা সত্য নাও হতে পারে ৷
কিন্তু বৈজ্ঞানিকরা বাস্তব নিয়েই ঘাঁটাঘাঁটি করেন ৷ তাই ব্লগে যারা বিজ্ঞানের ছাত্র আছেন শুধু তাদের কাছেই প্রশ্নটা রাখছি ৷ আচ্ছা, সত্যিই কি ভ্যাম্পায়ার বা বক্তচোষা বাদুড় বলে বাদুড়ের কোনো প্রজাতি আছে?
অনেকে আবার রূপক অর্থেও শোষক শ্রেণীকে রক্তচোষা বাদুড় বলতে পারেন ৷ কিন্তু সেকথা বলছি না ৷ আমি জীববিজ্ঞানের দৃষ্টি দিয়ে প্রশ্নটা করছি ব্লগারদের কাছে৷ কেউ কিছু জানেন কি এই সমন্ধে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




