বাঙালী নিয়ে দুচার কথা ৷
বাঙালীদের স্বভাব চরিত্র নিয়ে আমাদের সমাজে অনেক কথা শোনা যায় ৷ তার কতটা রটনা আর কতটাই বা সত্যি তা বিশ্লেষন করার জন্যই এই পোস্ট ৷ পাঠকগন দয়া করে বলবেন এগুলো কতটা ঠিক আর কতটা ভুল ৷ ভাল বা খারাপ দুটো দিকই তুলে ধরবেন ৷
১. বাঙালীর সময় জ্ঞানের বড়ই অভাব ৷ বেশীরভাগ সময়ই দেরী করে গন্তব্যস্থলে পৌঁছয় ৷
২. খেতে ভালোবাসে, পেট মোটা আর গৃহের প্রতি টান ৷ (রবীন্দ্রনাথ তো বলেই গেছেন বাঙালীদের থেকে বেদুইনরা ভাল - ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণতলে ধুসর মরু দিগন্তে বিলীন )
৩. নিজের সীমা অনুযায়ী পরোপকারী ও মানবিক ৷ কোনো সড়ক দুর্ঘটনা হলে বিদেশে অনেকেই মুখ ঘুরিয়ে চলে যায়, কিন্তু বাঙালীর আজও সেই মানবিকতা বোধ আছে ৷
৪. অন্তর কলহে জর্জরিত ৷ শরিকি মামলা অগুন্তি ৷
৫. রিস্ক নিতে ভয় পায় ৷ নিরাপত্তা খোঁজে সব সময় ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




