তিনদিন পর গতকাল মায়ের সংগে কথা বললাম কারন একটাই সারাদিন-রাতে কারেন্ট থাকে না আর যখন কারেন্ট আসে তখন অনেক রাত। তাই আমার মায়ের আর মোবাইলে চার্জ দেয়া হয় না।
এটা যে শুধু আমাদের গ্রামের অবস্হা তাই না আমাদের থানার অবস্হাই হচ্ছে এটা। শহরে শুধু বিদ্যুত থাকবে গ্রামে নয়।
শহরে আলো আর গ্রাম কালো
হয়ত কর্তৃপক্ষ চিন্তা করে গ্রামের মানুষতো আর শিক্ষিত না তাই ওদের ভোগান্তি দিলে শহর পর্যন্ত পৌছবে না। কিন্তু ঢাকা শহরের কোন এলাকায় কারেন্ট যদি তিনদিন না থাকে তাহলে তা পত্রিকার শিরোনাম হবে
অথচ বেশ কয়েকদিন যাবত দেখছি সারাদিনই রাস্তার ল্যাম্পপোষ্ট গুলো দিব্যি জ্বলে থাকে। বিদ্যুতের সাশ্রয় চচ্ছে।
আমি ভাবছি এই ল্যম্পপোষ্টগুলো গ্রামের বাড়িতে ট্রান্সফার করার জন্য সরকারের কাছে আবেদন করব
তাইলে গ্রামের মানুষ আনন্দে থাকবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




