একদা ভালোবেসে যুবক খেলেছিলো প্রেম প্রেম খেলা
তখনো বোঝেনি সে প্রেমের দাবদাহ
কৈশর পেরিয়ে যৌবোনের তরুন মনে দোলা দিয়ে যায় যে নারী
সময়ের বিবর্তনে হারিয়ে যায় সে নতুন কোনো পুরুষের পৌরুষের দুয়ারে
যুবক ঘুরে ফেরে.....নিজেকে হারায়........আর নারী???
মনের মাঝে অতীত গুজে রেখে ফুল শয্যার প্রথম রজনীতে নুয়ে পড়ে
পুরুষের প্রেমপূর্ন ভালোবাসার নিশ্ব্বাসে
নারী চায় না, ভালোবাসা আসে না.....তার হয় না.........
ভয়ে মুষড়ে পরে, মনে হয় কেউ নিঙড়াচ্ছে
দিবসে ভালোলাগা ভালোবাসায় ব্যাথাপূর্ণ হাসিতে পুরুষকে মাতিয়ে রেখে
রাতে ঘুরে দাঁড়ায়...পুরুষ-ইচ্ছা পূরনে
ঘৃণা জন্ম নেয়.................তথাপি যায় ঘৃণা জয়ে
আবার ও ব্যার্থতায় নিজের কষ্ট লুকাতে চায়
পুরুষ হ্রদয় তবু ও অপেক্ষায় জয় করায় নারী মন
তারপর প্রতি রাতের পুনরাব্ও হয়ে
এক সময় নারীর দীর্ঘশ্বাস তপ্ত শ্বাস হয়
ভুলে যায় অতীত...সুচনা হয় নব প্রেমপূর্ন ভালোবাসা
অত:পর................ যুবক
হারাতে চায় চায় নতুন স্পর্শে............ মননে অতীত রেখে।
২৬ সেপ্টেমবর ২০০৯
১১ আশ্বিন ১৪১৬
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





