একটা গল্প বলব বলে
আমি এসেছি
অধির অপেক্ষায় রয়েছি
সুযোগ খুজেছি
বৃস্টির ফোঁটায় স্বপ্ন একেছি
সমুদ্রের জলরাশিতে স্নান করেছি
ঝড়ের বেগে তেপান্তর যেতে চেয়েছি
তোমাকে পাইনি কোথাও
এই জল, বাতাস, সমুদ্র কোথাও না
স্বপ্নে তুমি এলে কি এক ঝটকায়
আবার আধারে মিলিয়ে গেলে
শুধুই ধোয়া...............
সোডিয়াম আলোতে হলুদ হয়ে যায়
তোমাকে ভেবে ফুলের কাঁটা লাগে হাতে
রক্ত আসে তোমাকে না পাওয়ার যাতনা নিয়ে
সেথায় দেখি তোমার মধুমাখা মুখ
অবাক হয়ে আনমনে ছুতে যাই
আবারও মরিচিকা
শুধুই মরিচিকা শুধুই স্বপ্ন
বাস্তব জগতের এক পরাবাস্তব কল্পচারিনি তুমি
ওহে কল্পচারিনি, তুমি সামনে এস
তোমাকে ছুতে চাই, আলতো করে
স্বপ্ন গাড়িতে ঘুরে বেড়াতে চাই
চন্দ্র তাঁরা গ্রহ থেকে গ্রহান্তরে......
একটা গল্প বলব বলে
আমি এসেছি
একটা গল্প বলব বলে
আমি ঘুমের দেশে গিয়েছি
তোমায় ঘুম থেকে জাগিয়েছি।
১৭ ডিসেম্বর ২০০৭.
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





