আজও কষ্ট লাগে সে দিনটার কথা ভেবে যে দিন আমার চাকরির ভাইবা কার্ড এসেছিলো।
দিনটা ছিলো ১৩ ফেব্রুয়ারী ২০১১খ্রিঃ রবিবার । বারান্দায় বসে ছিলাম, সাইকেলে চড়ে পিয়ন আসল বাড়িতে। আমার নামে আসা একটা চিঠি দিল আমার হাতে। দেখলাম প্রেরক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন(BIWTC) । মনটা খুশিতে ভরে গেল কারণ চিঠি টা না খুলেই বুঝতে পেরেছিলাম অথিরিটি আমাকে ভাইবার জন্য ডেকেছে নিশ্চই। কিছু দিন আগে যার লিখিত পরীক্ষা দিয়ে আসলাম।
চিঠিটা খুব সাবধানে খুলে পড়লাম। চিঠিটা পড়া শেষ না হতেই মুখের হাসি কালো মেঘে ঢেকে গেল। চিঠিতে লেখা ছিল
"উপরোল্লিখিত পদে নিয়োগের নিমিত্ত আগামী ১৩/০২/২০১১খ্রিঃ রোজ রবিবার সকাল ১০.০০(দশ) ঘটিকায় ৪র্থ তলা, পরিচালক (বাণিজ্য) মেহাদয়ের দপ্তর, বিআইডব্লিউটিসি ভবন,৫, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকায় মৌখিক এবং প্র্যাকটিকল পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনুরোধ করা হলো।"
চিঠিটা আমি আবারও কয়েকবার পড়লাম তারিখটা কিছুতেই ১৩/০২/২০১১খ্রিঃ এর পরিবর্তে অন্য কিছু পেলাম না তখন ঘড়ি দেখলাম দুপুর ২.০০মি।
(চিঠিতে চীফ পার্সোনেল ম্যানেজার নামে স্বাক্ষর ছিল যেখানে তারিখ লেখা ৩/২/১১
চিঠিতে পোস্ট অফিসের সিলে তারিখ ছিল ৭/২/১১ মাঝে দুদিন শুক্র-শনিবার সরকারী ছুটি )
আমি চিঠি পেয়ে কোন কিছু বুঝে উঠে পারলাম না। কম্পিউটারের সামনে বসলাম চিঠিতে থাকা Website:www.biwtc.gov.bd তে ঢুকলাম মেইল এড্রেসে মেইল করলাম- আজও কোন উত্তর আসেনি। কয়েক টা মোবাইল নম্বর পেলাম, কল করলে আমার ভাইবা নেওয়া শুরু হলো
প্রথম প্রশ্ন- আপনি কার সঙ্গে যোগাযোগ করেছেন কী?
উত্তর- বুঝলাম না স্যার।
= আরে টাকা পয়সা করো সাথে কন্ট্রাক হয়েছে?
=না স্যার।
= আশ্চর্য্য তাহলে তুমি ভাইবা কার্ড পেলে কিভাবে।
=জানিনা স্যার।
বুঝলাম, উপরের উত্তর গুলো যার জানা নেই তার চিঠি আসা আশ্চর্য্যের বিষয়। ভাইবা পরীক্ষায় পাস করা অসম্ভব।
(অথরিটি কে ধন্যবাদ আমার লিখিত পরীক্ষার চিঠি এক মাস আগে পোস্ট করার জন্য)
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১১ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





