রাজা মশাই প্রশ্ন করলেন মানুষের জীবনে সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিস কি ?
একেক জন এক এক কথা বললেন
কেউ বলল টাকা পয়সা, কেউ বলল শিক্ষা এরকম যার মনে যা আসল সে সেইটা বলল
রাজার মনে ধরল যে শিক্ষাই সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস
একমাত্র শিক্ষা দিয়েই দেশ ও জাতির বিরাট উন্নয়ন ও পরিবির্তন সম্ভব
তো উজির সাহেব বললেন যে চরিত্র ই সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ শিক্ষা থাকলেও চরিত্র ভালো না হলে সে ভালো মানুষ হতে পারবে না বা তার দ্বারা সমাজ উপকৃত হবে না
রাজা মশাই নিজের মতের উপর উজির কে কথা বলতে দেখে মনে মনে রাগান্নিত হলেন এবং বললেন তোমাকে এটা প্রমান করতে হবে - যদি সাত দিনের মধ্যে প্রমান করতে না পার তবে তোমার গর্দান যাবে
উজির বেচারা তো টেনশনে পরে গেল কি করা যায় ?
একদিন দুই দিন করে পাঁচ দিন , ছয় দিন শেষ হয়ে গেল
আজকে শেষ দিন, ৭ম দিন
তো ওই সময়ে এক এক রাজদরবারের এক এক ধরনের চমক দেয়ার মত জিনিস থাকত
ওই রাজদরবারের চমক ছিল যে রাতের বেলায় আলোক সজ্জার জন্য একদল বিরল কে ট্রেনিং দিয়ে ওদের মাথায় বাতি রাখা হতো , বিড়াল গুলা সুন্দর ভাবে ব্যালান্স ঠিক রেখে বাতি গুলা মাথায় করে রাখত
এইদিন রাতের বেলা এরকম বড় রাজ সভার আয়োজন করা হয়েছে আর উজির সাহেবের ও আজকেই প্রমান করার শেষ দিন
তো উজির সাহেব সভাস্থলে ঢুকলেন আর কি আজব এক ঘটনা ঘটল সব বাতি নিভে গেল
বিড়াল গুলা তাদের দীর্ঘদিনের ট্রনিং ভুলে দৌড়াদৌড়ি শুরু করে দিল
ঘটনা কি ?
জানা গেল উজির সাহেব আজকে বস্তায় করে অনেকগুলা ইদুর নিয়ে আসছিলেন
সভাস্থলে এসে তিনি বস্তা খুলে ইদুর গুলা ছেড়ে দিছেন আর বিরল গুলা ইদুর দেখে তাদের ট্রনিং ভুলে ইদুরের পিছে দৌড়ানো শুরু করে দিছে
তো উজির সাহেব বললে যে দেখেন রাজা মশাই বিড়াল গুলা অনেক শিক্ষা পেয়েছে কিন্তু চরিত্র ঠিক হয় নাই তাই তারা লোভের লাছে এসে তাদের দায়িত্ব ভুলে গেছে, তাদের শিক্ষা তাদের কোনো কাজে আসে নাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




