
মুসলমানেরা ও বিব্রত হয় আর বলে যে ভাই দোষীদের ধরেন , ইসলামে এসব নাই , এইগুলা দলীয় লোকেদের কাজ ইত্যাদি
যারা বিব্রত হয় তারা মানবিকতা দেখাইতে যথেষ্ট সমবেদনা জানায়
এখন গাজার মুসলমানদের উপর আক্রমনে মুসলমানেরা চরম মানসিকভাবে আহত, নিরুপায় এবং কিন্কর্তব্যবিমুর অবস্থায় আছে
তো এখন কি পে ব্যাক করলে ভালো হত দেখাত না ?
আমি কোনো সংখ্যালঘুকে (বা তাদের সমর্থক গোষ্ঠীদের) দেখলাম না গাজার মুসলমানদের পাশে দাড়ায়ে সান্তনা মূলক স্ট্যাটাস দিতে যারা ইতিপূর্বে সরব ছিল
বরঞ্চ তারা নিন্মোক্ত স্ট্যাটাস গুলোতে লাইক দিতে ভুলে না
যে মূলত হামাসের দোষ কারণ তারা মিশরের যুদ্ধবিরতি মানে নাই
মূলত সৌদি আর আরব দের দোষ
কেউ অনু পরিমান সত্কর্ম করলে ও বৃথা যাবেনা সে তার প্রতিদান পাবে আবার কেউ অনু পরিমান মন্দ কাজ করলে ও তার প্রতিদান পাবে
আমার এখন মনে হয় প্রত্যেক লাইক কমেন্ট ও হিসাবে তোলা হবে
প্রত্যেক হ্যাশ ট্যাগ এর বিনিময় বুঝায়ে দেয়া হবে
হাসিমুখে কথা বলা সদকা হলে - ইমোটিকন ও বাদ যাবে না
মানুষকে বলা হবে তোমার নিজের বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট
আল্লাহ আমার নিজের ভিতরে যত ভন্ডামি, লোক দেখানো স্বভাব আছে তা থেকে মুক্ত করে সঠিক পথে চলার আর ভিতরে যা আছে বাইরে সেটাই প্রকাশ করার তাওফিক দিন
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




