যিনি আজ দূর আকাশের তারা
তিনি ইমন যুবায়ের যিনি আজ দূর আকাশের তারা
তার অবদান বাংলা ব্লগার জগতে দিয়ে যায় নাড়া
তারি চলে যাওয়া শুন্য খা খা এই মাঠ
আজি ঘুচিয়ে দিয়ে কোথায় তবে জমাবে রসের হাট
যদি মনখানি ফিরায়ে একবার দেখ নজর ভরে
ঘুমিয়ে রইল ভাষার যাদু এই না মাটির তরে
তারে জাগাতে আজি চল ভাই প্রতিজ্ঞা কিছু রাখি
তারি সম্পদ যতনে আগলে তায় ছবি আখি ।
আর ছিলেন সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।
তার স্মরণে মুক্ত বাংলা ব্লগ সংঘটন স্মরণ সভার আয়োজন
করা হবে ।
ঢাকার সব বন্ধুরা সম্মিলিত ভাবে এ আয়োজন এবং স্মরণ সভায়
একাত্মতা ঘোষণা এবং পরিবেশ সৃষ্টির লক্ষ্য মুক্ত মতামত আশা রাখি । ব্লগার ভাই প্লিজ সারি করে ইমন ভাইয়ের স্মৃতি সংরক্ষণে
সহযোগিতা আশা রাখি
ইমন যুবায়ের স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য তারাই যারা
এ পোষ্টে যোগ দিবেন ।
সময় পরে ঘোষণা করা হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




