আজ পর্যন্ত আমার অডিও লাইব্রেরীতে তার ৯ শো গানের ট্যাগ ছিল - Pandit Manna Dey (1919), India (Vocal).
আর সেই ট্যাগের মধ্যে -2013 সংখ্যাটা ঢুকে গেল
চলে গেলেন আমার মান্না দে। আমাদের মান্না দে।
আমার-আমাদের বেড়ে ওঠার প্রতিটা পরতে ছিল তার গান। প্রতিটি সৃতির সাথে জড়িয়ে আছে সেই সুর।
এল পি-র পট পট শব্দের রেকর্ডিং। রাতের পর রাত জেগে শুনেছি। গুনগুন করতে থেকেছি।
একা, বন্ধুদের-সাথে, প্রেমে, বিরহে - সবসময় উনি সঙ্গে ছিলেন।
সেই কিশোর সময় থেকে আজও পর্যন্ত - শুনছি, গাইছি।
কিন্তু আজ যেন কি হচ্ছে। বুঝতে পারছি না।
কি যেন গোলা পাকানো, আটকে আসছে গলার ভিতর .. গান আসছে না ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




